পলিমারাইজেশন প্রক্রিয়ায় কোনটি থেকে পলিথিন তৈরি হয়?
A অ্যানিলিন
B প্রোপেন
C ইথিলিন
D মিথেন
Solution
Correct Answer: Option C
পলিমারাইজেশন প্রক্রিয়ায় প্লাস্টিক তৈরি:
- ছোট মনোমার অণু একত্রিত হয়ে বড় পলিমার অণু তৈরি করে - এই প্রক্রিয়ায় ইথিলিন থেকে পলিথিন তৈরি হয় - উচ্চ তাপ ও চাপে এই বিক্রিয়া ঘটে - উৎপ্রেরক ব্যবহার করা হয় বিক্রিয়া ত্বরান্বিত করতে
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions