নিউটনের প্রথম সূত্র জড়তার সূত্র নামেও পরিচিত। এই সূত্র অনুযায়ী:
A কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে তা স্থির থাকবে বা সরলরেখায় সমবেগে চলতে থাকবে
B বল = ভর × ত্বরণ
C ক্রিয়া = প্রতিক্রিয়া
D বস্তুর ভর তার ওজনের সমান
Solution
Correct Answer: Option A
এটি জড়তার সূত্র নামেও পরিচিত। এই সূত্র অনুসারে, কোন বস্তু তার বর্তমান অবস্থা (স্থির বা গতিশীল) বজায় রাখতে চায় যতক্ষণ না কোন বাহ্যিক বল তার উপর প্রযুক্ত হয়।