Solution
Correct Answer: Option B
বিশেষ্য ও বিশেষণ পদে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন-
- নীল যে পদ্ম = নীলপদ্ম,
- কাঁচা যে কলা = কাঁচকলা,
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট,
- কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা,
- মহান যে নবী = মহানবী,
- লাল যে জামা = লালজামা,
- মহতী যে কীর্তি = মহাকীর্তি ইত্যাদি।