Solution
Correct Answer: Option D
নিত্য পুরুষবাচক শব্দঃ যে শব্দগুলো শুধুমাত্র পুরুষবাচক অর্থ নির্দেশ করে।
উদাহরণঃ মাওলানা, কবিরাজ, অকৃতদার, কৃতদার, সভাপতি, দরবেশ, পীর, ঢাকী(যে পুরুষের বিবাহ হয় নাই), প্রধানমন্ত্রী, ব্রাহ্মণ, বামুন, নবী, রাসূল, কুস্তিগির, পুরোহিত, জামাতা, মৃতদার(বিপত্নীক), স্ত্রৈণ(স্ত্রীর অতিশয় বাধ্য)
নিত্য স্ত্রীবাচক শব্দঃ যে শব্দগুলো শুধুমাত্র নারীদেরকে নির্দেশ করে।
উদাহরণঃ সতীন, কুলটা(নষ্টা), পেত্নী, সৎমা, অরক্ষণীয়া(অবিবাহিতা), ডাইনী, সধবা, কলঙ্কিনী, শাঁকচুন্নি, বিধবা, হতভাগিনী, নর্তকী, এয়ো, অসূর্যস্পর্শ্যা, পরী, অপ্সরা(স্বর্গীয় রমনী), বাইজি, সপত্নী, অন্তঃসত্ত্বা, অর্ধাঙ্গী, গর্ভিনী, গর্ভবতী, ধনি(সুন্দরী), বিমাতা, পোয়াতি, সজনী, ললনা, অঙ্গনা, রূপসী, বাইজি, শাঁখিনী, ডাকিনী, গর্বিনী, বড়কী, ছোটকী, অবীরা, কপিলা, ধাই।