আর্কিমিডিসের সূত্র অনুযায়ী, কোন তরলে নিমজ্জিত বস্তুর উপর উর্ধ্বমুখী বল:
A বস্তুর ওজনের সমান
B অপসারিত তরলের ওজনের সমান
C বস্তুর আয়তনের সমান
D তরলের ঘনত্বের সমান
Solution
Correct Answer: Option B
আর্কিমিডিসের সূত্র অনুযায়ী, কোন তরলে নিমজ্জিত বস্তুর উপর উর্ধ্বমুখী বল (প্লাবন বল) সেই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়। এই সূত্রটি ভাসমান বস্তুর নীতি বোঝাতে সাহায্য করে।