বাংলাদেশে প্রথম কোন কোম্পানি "আইএসও ৯০০১" সার্টিফিকেট লাভ করেছে?
A এসিআই
B প্রাণ গ্রুপ
C ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড
D স্কয়ার ফার্মাসিউটক্যালস লি
Solution
Correct Answer: Option A
এসিআই বা অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প সংস্থা। ঔষধ শিল্প প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে ২৫টি কোম্পানি মিলে একটি বৃহৎ শিল্প-গ্রুপ গড়ে তুলেছে। এই কোম্পানী বাংলাদেশে প্রথম "আইএসও ৯০০১" সার্টিফিকেট লাভ করেছে।