গুড় গুড় করে মেঘ ডাকছে। এখানে 'গুড় গুড়' কি অর্থে ব্যবহৃত হয়েছে? 

A বাহুল্য অর্থে

B উপহাস অর্থে

C আধিক্য অর্থে 

D পুনরাবৃত্তি অর্থে

Solution

Correct Answer: Option C

- যে সকল অব্যয় রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, তাকে অনুকার অব্যয় বা ধ্বন্যাত্মক অব্যয় বলে।
- এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব বা আধিক্য ইত্যাদি বোঝায়।
- যেমন: বাতাসের গতি → শন শন; মেঘের গর্জন  → গুড় গুড়; কোকিলের রব → কুহু কুহু ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions