‘এ জন্মের তরে বিদায় নিলাম’- এ বাক্যে ‘তরে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

A পক্ষে অর্থে

B তরে অর্থে

C মত অর্থে

D পানে অর্থে

Solution

Correct Answer: Option C

-বাংলা ভাষায় যে অব্যয় শব্দ গুলো কখনো স্বাধীন পদরূপে আবার 
-কখনো শব্দ বিভক্তির মতো বাক্য ব্যবহৃত হয় বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলো কে অনুসর্গ বলে।
- যেমন - তরে, মতো, মাঝে, পরে, অবধি, সনে, কাছে ইত্যাদি।
- বেকুবের মত কাজ করো না।
- এ বাক্যে 'মতো' অনুসর্গটি 'ন্যায়' অর্থে ব্যবহৃত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions