‘দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ মনে’- এখানে সনে অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?
A বিরুদ্ধগামিতা
B প্রতি
C সঙ্গে
D হেতু
Solution
Correct Answer: Option A
এখানে, 'সনে' অনুসর্গটি বিরুদ্ধগামিতা অর্থ প্রকাশ করেছে।
সহিত - সমসূত্রে অর্থে। যেমনঃ শত্রুর সহিত সন্ধি চাই না।