‘তোমার তরে এনেছি মালা গাঁথিয়া’ এখানে ‘তরে’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?

 

A মত

B নিকট

C হেতু

D নিমিত্ত

Solution

Correct Answer: Option D

- তোমার তরে এনেছি মালা গাঁথিয়া’ - এখানে ‘তরে’ অনুসর্গটি নিমিত্ত অর্থ প্রকাশ করেছে।
- কারণে বা উদ্দেশ্যে বা জন্যে বুঝালে নিমিত্ত অর্থ হয়।

- তবে বাক্যভেদে ‘তরে’ অনুসর্গটি 'মত' অর্থেও ব্যবহৃত হতে পারে।
যেমন- এ জন্মের তরে বিদায় নিলাম। এ বাক্যে ''তরে'' অনুসর্গটি 'মত' অর্থে ব্যবহৃত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions