‘এ দেশের মাঝে একদিন সব ছিল’ –এখানে ‘মাঝে’ অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
A সর্বত্র
B একদেশিক
C মধ্যে
D ব্যাপ্তি
Solution
Correct Answer: Option B
মাঝে শব্দের বিভিন্ন অর্থে ব্যবহারঃ
মধ্যে - 'সীমার মাঝে অসীম তুমি'।
একদেশিক - 'এ দেশের মাঝে একদিন সব ছিল'।
ক্ষণকাল - নিমিষ মাঝেই সব শেষ।