পাট থেকে তৈরি জুটন আবিষ্কার করেন কে?
A মোহাম্মদ সিদ্দিকুল্লাহ
B কুদর-ই-খোদা
C ইন্নাস আলী
D আবদুলাহ আল মুতী শরফুদ্দিন
Solution
Correct Answer: Option A
- জুটন হলো পাট ও তুলার সংমিশ্রনে তৈরি এক ধরণের কাপড়।
- এতে ৭০ ভাগ পাট ও ৩০ ভাগ তুলা থাকে।
- ড মোহাম্মদ সিদ্দিকুল্লাহ জুটন আবিষ্কার করেন।