- মীর কাশিম ছিলেন একজন স্বাধীনচেতা নবাব।
- তিনি বাংলার শাসন ক্ষমতায় ইংরেজদের হস্তক্ষেপ মেনে নিতে চাননি।
বাংলা যেন পরাধীনতার শেকলে জর্জরিত না হয়ে পড়ে এজন্য মীর কাশেম কিছু পদক্ষেপ নেন।
যেমন,
- ইংরেজদের সরাসরি শাসন থেকে বাঁচতে তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন।
- নিরাপত্তার জন্য দুর্গ নির্মাণ ও পরিখা খনন করান।
- নিজস্ব যুদ্ধাস্ত্র বানানোর ব্যবস্থা করেন।
- তিনি অযোধ্যার নবাব, এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে একটি সামরিক মৈত্রি চুক্তি করেন।
- মীর কাশেমের এসব কার্যক্রমে ইংরেজদের স্বার্থ চরমভাবে ক্ষুব্ধ হয়। তারা মীর কাশেমকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করতে থাকে।
- ১৭৬৪ সালে বিহারের বক্সার নামক স্থানে বাংলার নবাব মীর কাশিম, মুঘল সম্রাট শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সম্মিলিত বাহিনীর সাথে মেজর মনরো নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীর যুদ্ধ হয় যা বক্সারের যুদ্ধ নামে পরিচিত।
- এই যুদ্ধে ইংরেজদের নিকট মীর কাশিমের সম্মিলিত বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়।
- বক্সারের যুদ্ধকে পলাশীর প্রান্তরে ইংরেজদের নিকট হারানো বাংলার স্বাধীনতাকে পুনরুদ্ধারের শেষ প্রচেষ্টা বিবেচনা করা হয়।