১৯৫৪ সালে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে ?

A ২৮০টি

B ২২৩টি

C ১৭১টি

D ২৯৮টি

Solution

Correct Answer: Option B

১৯৫৪ সালের নির্বাচনঃ
নির্বাচন হয় ১০ মার্চ, ১৯৫৪ সালে এবং সরকারিভাবে ফলাফল ঘোষিত হয়- ২ এপ্রিল, ১৯৫৪।
» ১৯৫৪ সালের নির্বাচনে অংশগ্রহণকারী মোট দল ছিল-১৬টি (যুক্তফ্রন্ট তার মধ্যে অন্যতম)।
» ১৯৫৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত এ নির্বাচনে পূর্ব বাংলা আইন পরিষদে নির্বাচিত আসন ছিল ৩০৯টি এবং সংরক্ষিত নারী
- মুসলিমদের জন্য আসন ২৭৩টি
- অমুসলিমদের জন্য আসন ৭২টি
- সংরক্ষিত নারী আসন ৯টি

নির্বাচনের ফলাফলঃ
» নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে- ২২৩টি আসন পায় (এককভাবে আওয়ামী মুসলিম লীগ ১৪৩টি, কৃষক শ্রমীক পার্টি ৪৮টি ও বাকিগুলো গণতন্ত্রী দল ও নেজামী ইসলাম পায়)।
» ২য় সর্বোচ্চ আসন পায় অমুসলিমদের দল ‘তফসিলী ফেডারেশন (২৭টি)'।
» মুসলিম লীগ- ৯টি ও স্বতন্ত্র- ৫টি আসনে বিজয়ী হয়।
» নির্বাচনে ভরাডুবি হয়- সদ্য পাকিস্তান সৃষ্টি করা ক্ষমতাসীন দল মুসলিম লীগের।
» নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে- যুক্তফ্রন্ট।
» মুসলিমলীগের পূর্ব বাংলার প্রধান নেতা ও সদ্যসাবেক মূখ্যমন্ত্রী- নূরুল আমিন হেরে যান ছাত্রলীগ নেতা খালেক নেওয়াজ খানের কাছে।
» নির্বাচনের আগেই যুক্তফ্রন্ট নেতা সোহরাওয়ার্দী ভবিষ্যৎ বাণী করেছিলেন যে,
“মুসলিম লীগ নয়টির বেশি সিট পেলে আমি আশ্চর্য হব।” তিনশো'র মধ্যে মধ্যে মুসলিম লীগ নয়টা আসনই পেয়েছিল।”

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions