১৯৫৪ সালের নির্বাচনঃ
নির্বাচন হয় ১০ মার্চ, ১৯৫৪ সালে এবং সরকারিভাবে ফলাফল ঘোষিত হয়- ২ এপ্রিল, ১৯৫৪।
» ১৯৫৪ সালের নির্বাচনে অংশগ্রহণকারী মোট দল ছিল-১৬টি (যুক্তফ্রন্ট তার মধ্যে অন্যতম)।
» ১৯৫৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত এ নির্বাচনে পূর্ব বাংলা আইন পরিষদে নির্বাচিত আসন ছিল ৩০৯টি এবং সংরক্ষিত নারী
- মুসলিমদের জন্য আসন ২৭৩টি
- অমুসলিমদের জন্য আসন ৭২টি
- সংরক্ষিত নারী আসন ৯টি
নির্বাচনের ফলাফলঃ
» নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে- ২২৩টি আসন পায় (এককভাবে আওয়ামী মুসলিম লীগ ১৪৩টি, কৃষক শ্রমীক পার্টি ৪৮টি ও বাকিগুলো গণতন্ত্রী দল ও নেজামী ইসলাম পায়)।
» ২য় সর্বোচ্চ আসন পায় অমুসলিমদের দল ‘তফসিলী ফেডারেশন (২৭টি)'।
» মুসলিম লীগ- ৯টি ও স্বতন্ত্র- ৫টি আসনে বিজয়ী হয়।
» নির্বাচনে ভরাডুবি হয়- সদ্য পাকিস্তান সৃষ্টি করা ক্ষমতাসীন দল মুসলিম লীগের।
» নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে- যুক্তফ্রন্ট।
» মুসলিমলীগের পূর্ব বাংলার প্রধান নেতা ও সদ্যসাবেক মূখ্যমন্ত্রী- নূরুল আমিন হেরে যান ছাত্রলীগ নেতা খালেক নেওয়াজ খানের কাছে।
» নির্বাচনের আগেই যুক্তফ্রন্ট নেতা সোহরাওয়ার্দী ভবিষ্যৎ বাণী করেছিলেন যে,
“মুসলিম লীগ নয়টির বেশি সিট পেলে আমি আশ্চর্য হব।” তিনশো'র মধ্যে মধ্যে মুসলিম লীগ নয়টা আসনই পেয়েছিল।”