-বেলা যে পড়ে এলো জলকে চল এই বাক্যটিতে;' জলকে 'এর 'কে' বিভক্তি দিয়ে 'নিমিত্ত' /জন্যে বুঝায় । -পরের দিন ব্যবহারের জন্য দুরান্তের পানি উৎস থেকে পানি সংগ্রহ করে রাখতে হত সন্ধ্যার আগেই ।] -এই নিমিত্ত অর্থের 'কে''বিভক্তিই চতুর্থী বিভক্তির অন্তর্গত।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions