Solution
Correct Answer: Option A
টাইটান হচ্ছে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ। এটি সৌর জগতের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যাতে ঘন বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া গেছে। অপশনের গুলোর মধ্যে সবচেয়ে বড় উপগ্রহ টাইটান কিন্তু সোলার সিস্টেমের সবচেয়ে বড় উপগ্রহ হল জুপিটারের গ্যানিমিড।