ঢাকার প্রথম গভর্নর কে ছিলেন?

A মুকাররম খান

B মহবত খান

C শেখ আলাউদ্দিন চিশতি

D বখতিয়ার খলজী

Solution

Correct Answer: Option C

- সুবেদার ইসলাম খাঁন এর প্রকৃত নাম হলো শেখ আলাউদ্দিন চিশতি। 
- তিনি ছিলেন বাংলাদেশের রাজধানী ঢাকার প্রথম গভর্নর, সুবাদার এবং মোঘল সম্রাজের সেনাপতি।
- মোঘল সম্রাট জাহাঙ্গীর তাকে ইসলাম খান উপাধী দেন।
- তাকে ১৬০৮ সালে সম্রাট জাহাঙ্গীর ‘সুবেদার’ হিসেবে নিয়োগ দেয়।
- তিনি বারোভূঁইয়াদের দমন করে সমগ্র বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন। 
- ১৬১০ সালে তিনি বিহারের রাজমহল থেকে রাজধানী ঢাকায় নিয়ে আসেন এবং নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
- তিনি ঢাকার ‘ধোলাই খাল’ খনন করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions