Solution
Correct Answer: Option B
- ,পূর্ব পাকিস্থানের স্বাধিকার প্রশ্ন ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয় ।
- উক্ত সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্থানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্মিলিত ৬ দফাভিত্তিক ঘোষণা উথাপন বা পেশ করেন ।
- এটাই ইতিহাসে 'ছয় দফা কর্মসূচি' নামে পরিচিত । 'ছয় দফা' কে বাঙালীর 'মুক্তির সনদ' বলা হয় ।