Solution
Correct Answer: Option A
- উইলিয়াম হার্ভে (William Harvey) ছিলেন একজন ইংরেজ চিকিৎসাবিদক।
- তিনি রক্ত সঞ্চালন প্রক্রিয়া (circulation of blood) সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন।
- তিনি প্রমাণ করেন যে, রক্ত হৃদয় থেকে ধমনীর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে যায় এবং শিরার মাধ্যমে আবার হৃদয়ে ফিরে আসে।
- তার এই আবিষ্কার মানুষের শরীরের কার্যপ্রণালী বোঝার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনে। এজন্য তাকেই বলা হয় —
“শরীর বিদ্যার জনক” (Father of Physiology)।
- তাঁর বিখ্যাত গ্রন্থ:
“De Motu Cordis” (1628) — অর্থাৎ On the Motion of the Heart and Blood in Animals, যেখানে তিনি রক্ত সঞ্চালনের সম্পূর্ণ প্রক্রিয়া বিস্তারিতভাবে বর্ণনা করেন।