Solution
Correct Answer: Option A
• World Wide Web (WWW)-কে সংক্ষেপে ওয়েব বলা হয়।
• WWW হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা Web Page.
• এই Web Page পরিদর্শন করাকে Web Browsing বলে।
• ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের CERN এর ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নাস লি এটি উদ্ভাবন করেন।
• প্রথম Web browser- World Wide Web (WWW) যা ১৯৯০ সালে টিম বার্নার্স লি তৈরি করেন যা পরবর্তীতে Nexus নামকরণ করা হয়।