Solution
Correct Answer: Option A
- ত্রিকোণমিতির জনক হিসেবে প্রাচীন গ্রিক জ্যোতির্বিদ ও গণিতবিদ হিপার্কাস (Hipparchus) কে বিবেচনা করা হয়।
- খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে হিপার্কাসই প্রথম বিভিন্ন কোণের জন্য জ্যা (chord) এবং তার সংশ্লিষ্ট চাপের মান তৈরি করে ছকের রূপে সাজান।
- তিনি জ্যোতির্বিজ্ঞানের গণনায় এই ত্রিকোণমিতিক সারণি ব্যবহার করেন।
- যদিও ত্রিকোণমিতির ধারণা প্রাচীন মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় পাওয়া যায়, হিপার্কাসের কাজই ত্রিকোণমিতিকে একটি সুসংগঠিত গণিত শাখা হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
- পরবর্তীতে ভারতীয় ও মুসলিম গণিতবিদরা ত্রিকোণমিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তবে হিপার্কাসকে এর পথিকৃৎ হিসেবেই ধরা হয়।