১ জুল সমান কত ?

A 0.024 ক্যালরি

B 0.24 ক্যালরি

C 4.2 ক্যালরি

D 273.16 ক্যালরি

Solution

Correct Answer: Option B

তাপ এক প্রকার শক্তি যা কোন বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় বা অবস্থার পরিবর্তন ঘটে । 
  S.I একক পদ্ধতিতে তাপের একক - জুল 
  C.G.S পদ্ধতিতে তাপের একক - ক্যালরি , 
  এক ক্যালরি তাপ সম্পূর্ণরুপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে 4.2 জুল কাজ পাওয়া যায় 
      l ক্যালরি = 4.2 জুল । 
      l জুল = 0.24 ক্যালরি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions