Solution
Correct Answer: Option B
তাপ এক প্রকার শক্তি যা কোন বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় বা অবস্থার পরিবর্তন ঘটে ।
S.I একক পদ্ধতিতে তাপের একক - জুল
C.G.S পদ্ধতিতে তাপের একক - ক্যালরি ,
এক ক্যালরি তাপ সম্পূর্ণরুপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে 4.2 জুল কাজ পাওয়া যায়
l ক্যালরি = 4.2 জুল ।
l জুল = 0.24 ক্যালরি