Solution
Correct Answer: Option C
- ইতালীয় চিকিৎসক এবং অপরাধবিজ্ঞানী চেজারে লোম্ব্রোসোকে "অপরাধ বিজ্ঞানের জনক" হিসেবে বিবেচনা করা হয়।
- তিনিই প্রথম ব্যক্তি যিনি অপরাধ এবং অপরাধীর ওপর বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে গবেষণা শুরু করেন।
- এর আগে অপরাধকে মূলত নৈতিক বা আইনি ব্যর্থতা হিসেবে দেখা হতো।
- লোম্ব্রোসো এই ধারণার পরিবর্তন করে অপরাধকে একটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের পথ তৈরি করেন।