বহুশাব্দিক ক্রিয়ার অন্য একটি রুপ কোনটি? 

A ক্রিয়ামূল 

B সমাপিকা ক্রিয়া 

C যৌগিক ক্রিয়া

D অসমাপিকা ক্রিয়া 

Solution

Correct Answer: Option C

বহুশাব্দিক ক্রিয়ার আর একটি রুপ হল যৌগিক ক্রিয়া। এতে অসমাপিকা (মূলত পুর্বক্রিয়া) এবং তার পরে সমাপিকা হিসাবে ব্যবহৃত যেকোন একটি ক্রিয়া। 
কিছু যৌগিক ক্রিয়াঃ
- হেসে ওঠা,
- পেয়ে বসা,
- সরে দাঁড়ানাে,
- বেঁধে দেওয়া,
- বুঝে নেওয়া,
- মরে যাওয়া,
- কমে আসা,

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions