'হজযাত্রা' কোন সমাসের উদাহরণ?
A ৩য়া তৎপুরুষ
B ৪র্থী তৎপুরুষ
C ৫মী তৎপুরুষ
D ৭মী তৎপুরুষ
Solution
Correct Answer: Option B
পূর্বপদের চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে । যেমন- হজের জন্যে যাত্রা = হজযাত্রা, ছাত্রের জন্যে আবাস = ছাত্রাবাস ।