কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস?

A দোলন চাঁপা

B ঘরে-বাইরে

C চিহূ

D মৃত্যুক্ষুধা

Solution

Correct Answer: Option D

- কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী এবং অনন্য ভূমিকা রেখেছেন।
- ভারতের পশ্চিমবঙ্গে জন্ম নেয়া এই কবি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি।
- মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস।
- এটি ১৩৩৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে (১৯৩১ খ্রিষ্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি সওগাত পত্রিকায় ১৩৩৪ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাস থেকে ১৩৩৬ বঙ্গাব্দের ফাল্গুন মাস পর্যন্ত ‍ধারাবাহিক ভাবে মুদ্রিত হয়।

অন্যদিকে, 
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ দোলন চাঁপা ।
- রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক চলিত ভাষায় রচিত উপন্যাস 'ঘরে-বাইরে'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions