Solution
Correct Answer: Option C
⇒ মানবদেহে প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ (DNA)-এর ক্ষুদ্র অংশ হিসেবে জীন অবস্থান করে।
⇒ হিউম্যান জিনোম প্রজেক্টের (Human Genome Project) প্রাথমিক তথ্য এবং প্রচলিত পাঠ্যবই অনুসারে মানবদেহে জিনের আনুমানিক সংখ্যা ৩০,০০০ থেকে ৪০,০০০ এর মধ্যে ধরা হতো।
⇒ যদিও আধুনিক গবেষণায় এই সংখ্যাটি আরও সুনির্দিষ্ট করা হয়েছে (২০-২৫ হাজার), তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার অপশনগুলোতে সাধারণত ৪০,০০০ সংখ্যাটিকেই সঠিক হিসেবে গণ্য করা হয়।