মানবদেহে জীনের সংখ্যা কত ?

A ৪৬

B ৪৬০

C ৪০০০০

D ৪০০০০০

Solution

Correct Answer: Option C

⇒ মানবদেহে প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ (DNA)-এর ক্ষুদ্র অংশ হিসেবে জীন অবস্থান করে।
⇒ হিউম্যান জিনোম প্রজেক্টের (Human Genome Project) প্রাথমিক তথ্য এবং প্রচলিত পাঠ্যবই অনুসারে মানবদেহে জিনের আনুমানিক সংখ্যা ৩০,০০০ থেকে ৪০,০০০ এর মধ্যে ধরা হতো।
⇒ যদিও আধুনিক গবেষণায় এই সংখ্যাটি আরও সুনির্দিষ্ট করা হয়েছে (২০-২৫ হাজার), তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার অপশনগুলোতে সাধারণত ৪০,০০০ সংখ্যাটিকেই সঠিক হিসেবে গণ্য করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions