উপমহাদেশে আগত সর্বশেষ ইউরোপীয় বণিক কোম্পানি কোনটি?
A ডাচ ইস্টইন্ডিয়া কোম্পানি
B ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
C ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি
D ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Solution
Correct Answer: Option D
- ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৬৪ সালে গঠিত হয়েছিল।
- কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন ফরাসি রাজা চতুর্দশ লুই।
- কোম্পানির উদ্দেশ্য ছিল ভারত ও চীনের সাথে বাণিজ্য করা।
- ১৬৬৮ খ্রিস্টাব্দে সর্বপ্রথম সুরাটে এবং পরের বছর মুসলিপট্টমে বাণিজ্য কুঠি স্থাপন করে।
- ১৬৭৩ খ্রিস্টাব্দে পন্ডিচেরীতে গড়ে তোলে ফরাসি উপনিবেশ।
- বাংলার সুবাদার শায়েস্তা খানের কাছ থেকে কোম্পানি গঙ্গা নদীর তীরে অবস্থিত চন্দননগর নামক স্থানটি কিনে নেয়।
- প্রথমে পর্তুগীজ পরে ওলন্দাজ শক্তির পতন, সর্বশেষে ফরাসিদের পরাজয় ভারতে ইংরেজ শক্তির উত্থানের পথ সুগম হয়।
- এটিই উপমহাদেশে আগত সর্বশেষ ইউরোপীয় বণিক কোম্পানি।