পাথরের চাকতিতে খোদাই করা লেখা পাওয়া যায় কোন জনপদের সময়?
Solution
Correct Answer: Option B
- প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদের নাম পুণ্ড্র।
- এরা উত্তরবঙ্গে বাস করত বলে এ অঞ্চলে পুণ্ড্রদেশ বা পুণ্ড্রবর্ধন নামে খ্যাত ছিল।
- বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ জনপদ গঠিত।
- পুণ্ড্রের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন।
- প্রাচীনকালে এটি একটি সুপ্রসিদ্ধ নগরী ছিল।
- পাথরের চাকতিতে খোদাই করা লেখা এ জনপদে পাওয়া যায়।