একটি রক্তের রিপোর্টে কোনটি বেশি থাকা ভালো ?
A ইউরিক এসিড
B হিমোগ্লোবিন
C শর্করা
D কোলেস্টেরল
Solution
Correct Answer: Option B
✔মানুষের রক্তের লোহিত কণিকায় হিমোগ্লোবিন থাকে। এর জন্যই রক্ত লাল দেখায়।
✔হিমোগ্লোবিনের কাজঃ
১।অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে।
২।বাফার হিসেবে কাজ করে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়াকে রক্তশূণ্যতা বলে।