Solution
Correct Answer: Option B
'সাঝের মায়া ' কাব্যগ্রন্থটির রচয়িতা সুফিয়া কামাল, এটি তার প্রথম কাব্যগ্রন্থ,
- এটি প্রকাশিত হয় ১৯৩৮ সালে এবং এর মুখবন্ধ লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ।
- এ কবিতায় কবি প্রকৃতির নিঃশব্দ বেদনার সঙ্গে কবি আপনার হ্রদয়ের বিরহ এবং বেদনার সংমিশ্রন লক্ষ করেছেন । কবি বিদায়ী সূর্যের স্নিগ্ধ কিরনের রুপমাধুরীর সঙ্গে নিজের জীবনের সামঞ্জস্য খুজে পেয়েছেন
- তার প্রথম প্রথম গল্প : সৈনিক বধূ; এটি বরিশালের 'তরুন' পত্রিকায় ১৯২৩ সালে প্রকাশিত হয়।
অন্যান্য কাব্যগ্রন্থ:
- উদাত্ত পৃথিবী,
- মায়া কাজল,
- অভিযাত্রিক।