‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’ চরণটির রচয়িতা কে?
A সুদীপ্ত নারায়ণ চক্রবর্তী
B বিক্রমসেন
C সুকান্ত ভট্টাচার্য
D সুকান্ত রায়
Solution
Correct Answer: Option C
পঙক্তিটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য ।অভুক্ত ,দরিদ্র ক্ষুধার্ত মানুষের কাছে কাব্য কিংবা কবিতা অনর্থক ।তাদের কাছে সবকিছুই গদ্য অর্থাৎ বাস্তবতা হল ক্ষুধা মিটানোর অন্ন ছাড়া কিছুই নয় ।এটাই এই পঙক্তিটির মূল বক্তব্য ।