Solution
Correct Answer: Option A
ক্রিয়ার মূলকে বা মূল অংশকে বলা হয় ধাতু। শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।
প্রত্যয় সাধারনত দুই প্রকার। যথা: কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়
- ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে যেমনঃ √জ্ঞা + ক্ত = জ্ঞাত , √পঠ্ + ণক = পাঠক , √ত্যজ্ + ঘঞ্ = ত্যাগ ইত্যাদি।
- নাম প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমনঃ বাঘ+আ=বাঘা, সোনা+আলি =সোনালি, সপ্তাহ+ইক=সাপ্তাহিক ইত্যাদি।