ক্রোমোসোম নামকরন করেন কে?

A চার্লস এইচ বেস্ট

B স্ট্রেসবার্জার

C লি ডি ফরেস্ট

D ওয়েলডেয়ার

Solution

Correct Answer: Option D

- কোষের নিউক্লিয়াসে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাঙ্গ যা বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরন ইত্যাদি কাজে ভূমিকা পালন করে তাকে ক্রোমোসোম বলে।
- ১৮৭৫ সালে স্ট্রেসবার্জার ক্রোমোসোম আবিষ্কার করেন।
- ওয়েলডেয়ার ১৮৮৮ সালে ক্রোমোসোম নামকরন করেন। এটি RNA ও DNA উভয় নিয়ে গঠিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions