নিচের কোন রোগের কারণে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়?
A ডিপথেরিয়া
B ডাউন সিন্ড্রোম
C প্লেগ
D নিউমোনিয়া
Solution
Correct Answer: Option B
- ডাউন সিন্ড্রোম- ট্রাইসোমি ২১ নামেও পরিচিত।
- এটি একটি জেনেটিক রোগ যেখানে ২১ নং ক্রোমোজোমে আরেকটি অতিরিক্ত ক্রোমোজোম বিদ্যমান।
- এই রোগে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় ও বুদ্ধিমত্তা স্বাভাবিকের তুলনায় কম থাকে।