একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বিশিষ্ট বাঙ্গালী?
A ঋত্বিক ঘটক
B তারেক মাসুদ
C হীরালাল সেন
D সত্যজিৎ রায়
Solution
Correct Answer: Option D
সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- অপরাজিত (১৯৫৬)
- অশনি সংকেত (১৯৭৩)
- পথের পাঁচালী (১৯৫৫)
- হীরক রাজার দেশে (১৯৮০) ইত্যাদি।
সত্যজিৎ রায় রচিত গ্রন্থের মধ্যে রয়েছে:
- ফেলুদা সিরিজ
- বিষয় চলচ্চিত্র প্রভৃতি।
তিনি ১৯৯২ সালে ৬৪তম বিশেষ অস্কার পুরস্কার লাভ করেন।