ফকির- সন্ন্যাসী আন্দোলনে সন্ন্যাসীদের নেতা কে ছিলেন?
A বুগরা শাহ
B অফগান শাহ্
C ভবানী পাঠক
D মজনু শাহ্
Solution
Correct Answer: Option C
ফকির-সন্ন্যাসী বিদ্রোহের গুরুত্বপূর্ণ তথ্য:
বিদ্রোহের সময়কাল: আঠারো শতকের শেষার্ধে শুরু হয়ে ১৭৬০ খ্রিস্টাব্দ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত চলতে থাকে।
বিদ্রোহের কারণ: ইংরেজ সরকার ফকির ও সন্ন্যাসীদের চিরাচরিত জীবনধারায় বাধা সৃষ্টি করলে তারা বিদ্রোহী হয়ে উঠে।
ফকির দলের নেতা: মজনু শাহ ছিলেন ফকির দলের প্রধান নেতা। তিনি একজন মাদারিয়া সুফি তরিকার ফকির ছিলেন।
সন্ন্যাসী দলের নেতা: ভবানী পাঠক ছিলেন সন্ন্যাসী দলের সামরিক নেতা এবং সন্ন্যাসী বিদ্রোহের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
মজনু শাহের ভূমিকা: মজনু শাহ বাংলার বিভিন্ন অঞ্চলে ফকির-সন্ন্যাসীদের সংগঠিত করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতৃত্ব দেন।
ভবানী পাঠকের ভূমিকা: ভবানী পাঠক বিভিন্ন এলাকায় সন্ন্যাসীদের সংগঠিত করে ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি লড়াই করেন এবং সন্ন্যাসী বিদ্রোহের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।