কোন অঞ্চলের মৌখিক ভাষাকে ভিত্তি করে চলতি ভাষা গড়ে উঠেছে ?
A যশোর
B ঢাকা
C কলকাতা
D বিহার
Solution
Correct Answer: Option C
- সাধারণ মানুষের মুখের ভাষা কে " চলিত ভাষা " বলা হয় ।
- চলিত ভাষার আদর্শরুপে গৃহীত ভাষাকে বলা হয় প্রতিম ভাষা ।
- চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য প্রমিত উচ্চারণ ।
- কলকাতা অঞ্চলের মৌখিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে ।
- উনিশ শতকের তৃতীয় দশকে ভাবানীচরণ বন্দ্যোপাধ্যয়ের হাতে চলিত রীতির প্রথম ব্যবহার হয় ।
- তারপর প্যারীচাঁদ মিত্র ও কালী প্রসন্ন সিংহের রচনায় এর ক্রমবিকাশ ঘটে।