হ-কার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য ?

A সাধু

B চলিত

C কথ্য

D লেখ্য

Solution

Correct Answer: Option B

- আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝামাঝি হ-কারের লোপ হয়।
যেমন-
- পুরোহিত > পুরুত,
- গাহিল > গাইল,
- চাহে > চায়, ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions