* আরব রাষ্ট্রের মধ্যে কোন দেশটি প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে?- ইরাক।
* বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?- ইন্দোনেশিয়া।
* ইউরোপের কোন রাষ্ট্র সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
- পূর্ব জার্মানি।
* বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি?
- পূর্ব জার্মানি
----------------------
পূর্ব জার্মানি সমাজতান্ত্রিক শাসনের অধীনে ছিল - ৪০ বছর
জার্মান ঐক্যের পূর্ণ হলো - ২৭ বছর
জার্মান জাতি বিভক্ত ছিল - প্রায় ৪০ বছর, ১৯৪৯ থেকে ১৯৯০
১৯৯০ সালে ঐক্যবদ্ধ জার্মানির প্রথম চ্যান্সেলার ছিলেন - হেলমুট কোহল
জার্মানিতে সংহতি ভ্যাট চালু আছে - ১৯৯১ সাল থেকে, থাকবে ২০১৯ সাল পর্যন্ত