যে আইনের মাধ্যমে বার্মাকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয় -

A স্বাধীনতা আইন, ১৯৪৭

B ভারত শাসন আইন, ১৯৩৫

C রাওলাট আইন

D এলাহাবাদ চুক্তি

Solution

Correct Answer: Option B

ভারত শাসন আইনের (১৯৩৫) বিষয়বস্তু : 
- পাশ: ১৯৩৫ সালের ২ আগষ্ট
- কার্যকর: ১৯৩৭ সালের ১ এপ্রিল
- প্রধান বৈশিষ্ট্য ছিল: যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি ও প্রাদেশিক স্বায়ত্ত্বশাসন
- ধারা: ১৪ টি

- এই আইনের ফলে :
- বার্মা (মিয়ানমার) উপমহাদেশ থেকে পৃথক হয় (কার্যকর:১৯৩৭)
- বিহার ও উড়িষ্যা নামে নতুন দুটি প্রদেশ গঠিত হয়।
- প্রাদেশিক নির্বাচনের সূচনা ঘটে।
- উপমহাদেশে নারীরা প্রথম ভোটাধিকার পায় (ভোট প্রদান: ১৯৩৭)


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions