- ফ্লাইড কমিশন গঠন: বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের জন্য ফ্রান্সিস ফ্লাইডকে প্রধান করে ১৯৩৮ সালে কমিশনটি গঠন করা হয়।
- ১৯৪০ সালে কমিশন রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টের আলোকে ১৯৫০ সালে জমিদারি প্রথা উচ্ছেদ করে ‘প্রজাস্বত্ব’ আইন পাস হয়।
- বঙ্গীয় চাষী ঘাতক আইন পাস এবং পাট অধ্যাদেশ জারি করা হয়।