Solution
Correct Answer: Option B
বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গিকে বাচ্য বলা হয়। বাক্যের যে প্রকাশভঙ্গির মাধ্যমে কর্তা, কর্ম বা ভাববাচ্যের অর্থের প্রাধান্য রক্ষিত হয়, তাকে বাচ্য বলে। বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্য প্রধানত ৩ প্রকার।
যথা:
১. কর্তৃবাচ্য
২. কর্মবাচ্য
৩. ভাববাচ্য
Note: কিছু কিছু ব্যাকরণ বইয়ে ‘কর্ম-কর্তৃবাচ্য’ নামে চতুর্থ একটি প্রকারভেদের উল্লেখ থাকলেও, প্রমিত বাংলা ব্যাকরণ এবং এনসিটিবি (NCTB) অনুমোদিত ৯ম-১০ম শ্রেণির 'বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি' পাঠ্যবই অনুসারে বাচ্য প্রধানত ৩ প্রকার হিসেবেই গণ্য করা হয়।
• উদাহরণ:
১. কর্তৃবাচ্য: পুলিশ চোর ধরেছে। (কর্তার প্রাধান্য)
২. কর্মবাচ্য: পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। (কর্মের প্রাধান্য)
৩. ভাববাচ্য: আমার খাওয়া হলো না। (ক্রিয়ার ভাবের প্রাধান্য)