বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে বলেন-
A মহাবিশ্ব ভেঙে নতুন মহাবিশ্ব হচ্ছে
B মহাবিশ্বের ছায়াপথগুলো ক্রমেই নিকটে আসছে
C মহাবিশ্ব স্থির আছে
D মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে
Solution
Correct Answer: Option D
-এডুইন হাবল (১৮৮৯ - ১৯৫৩) একজন মার্কিন জ্যোতির্বিজ্ঞানী যিনি ছায়াপথ, মহাবিশ্বের সম্প্রসারণ এবং মহাবিশ্বের আকার-আকৃতি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছিলেন।
-তিনিই প্রথম আবিষ্কার করেছিলেন যে আমরা পৃথিবী থেকে যে কুণ্ডলাকার নীহারিকাগুলো দেখতাম সেগুলো প্রকৃতপক্ষে আমাদের আকাশগঙ্গা ছায়াপথের মতই এক ধরনের ছায়াপথ।
-১৯২৯ সালে হাবল তার দীর্ঘ নয় বছরের পর্যবেক্ষণের ফলাফল একটি সূত্রাকারের প্রকাশ করেন যা হাবলের সূত্র নামে পরিচিত।এই সূত্রানুসারে -
গ্যালাক্সিগুলো প্রতিনিয়ত প্রচন্ড বেগে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং গ্যালাক্সিসমূহের দূরগমনের বেগ আমাদের থেকে দূরত্বের সমানুপাতিক।
অর্থাৎ যে গ্যালাক্সি আমাদের থেকে যত দূরে তার দূরগমনের বেগও তত বেশি।