সূর্য, চাঁদ ও তারা এগুলোকে একত্রে কি বলে?

A    নক্ষত্র

B    গ্রহ

C    জ্যোতিস্ক

D    নীহারিকা

Solution

Correct Answer: Option C

আমাদের বাসভূমি পৃথিবী, অন্য সাতটি গ্রহ এবং আরও কিছু জ্যোতিস্ক সূর্যকে কেন্দ্র করে সবসময় ঘুরছে। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিস্ক ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগত গঠিত. সূর্য, চাঁদ ও তারা এগুলোকে একত্রে সবগুলোকে জ্যোতিস্ক বলে। জ্যোতিস্ক কত প্রকার ৭প্রকার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions