কোন গ্রহের একটিও উপগ্রহ নেই ?
A শুক্র
B পৃথিবী
C বৃহস্পতি
D ইউরেনাস
Solution
Correct Answer: Option A
- পৃথিবীর উপগ্রহ : ১টি (চাঁদ)
- মঙ্গলের উপগ্রহ : ২টি (ডিমোস ও ফোবোস)
- বৃহস্পতির উপগ্রহ : ৭৯টি
- শনির উপগ্রহ : ৮২টি
- ইউরেনাসের উপগ্রহ : ২৭টি
- নেপচুনের উপগ্রহ : ১৪টি
- শুক্র ও বুধ গ্রহের কোন উপগ্রহ নেই।