Solution
Correct Answer: Option C
যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে।
যেমন -
- কোথায় থাকা হয়,
- রামের খাওয়া হয়েছে,
- আমাকে যেতে হবে,
- আমার খাওয়া হলো না,
- কোথা থেকে আসা হচ্ছে,
- এবার ওঠা যাক,
- এবার যাওয়া যেতে পারে,
- আমাকে এখন যেতে হবে'।