Solution
Correct Answer: Option C
• 'অর্ক' শব্দের সমার্থক শব্দ: প্রভাকর, সূর্য, আদিত্য, তপন, দিবাকর, দিনকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, দিনেশ, কিরণমালী, অংশুমালী, বিভাকর, বিভাবসু, মিহির, আফতাব, বিবস্বান, সুর, অরুণ।
অন্যদিকে,
• ‘বাতাস’ শব্দের সমার্থক শব্দ - বায়ু।
• 'সাগর’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র ।
• ‘আসমান’ শব্দের সমার্থক শব্দ - আকাশ।