বায়ুর উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কোনটি ঘটে?
A শুষ্কতা বৃদ্ধি পায়
B জলীয়বাষ্প ধারণ ক্ষমতা হ্রাস পায়
C জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়
D জলীয়বাষ্প ধারণ ক্ষমতা সমান থাকে
Solution
Correct Answer: Option C
সূর্যের তাপে বায়ু উষ্ণতর হলে এটি আরো বেশি জলীয় বাষ্প ধারন করতে পারে। আবার বায়ু বেশি শীতল হতে থাকলে বেশি জলীয় বাষ্প ধারন করতে পারে না। তখন জলীয় বাষ্পের কিছু অংশ পানিতে পরিণত হয়। একে ঘনীভবন বলে।