Solution
Correct Answer: Option B
পানামা খাল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি, অন্যটি হচ্ছে সুয়েজ খাল। পৃথিবীর গভীরতম খাল পানামা খাল। পানামা খালের মালিকানা পানামা প্রজাতন্ত্রের। এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে আলাদা করে রাখে।পানামা খাল খনন হয় ১৯০৪ সালে ও শেষ হয় ১৯১৪ সালে। মানুষের বানানো পৃথিরীর দীর্ঘতম ও সবচেয়ে প্রাচীনতম খাল চীনের গ্র্যান্ড খাল। পানামা খাল (৯১ মিটার)।
বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল সুয়েজ খাল।
সুয়েজ খাল অবস্থিত মিসরে। সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগর কে সংযুক্ত করেছে । সুয়েজ খালের দৈর্ঘ্য-১৬২ কিমি.।